Friday, January 05, 2007

সুখের আড়ালে সুখ।

সুখের আড়ালে সুখ।
মো: জাহাঙ্গীর আলম।

আজি এ আকাশ এত কেন ভালো
লাগিছে বুঝিনাতো,
যা পড়ে চোখে মুগ্ধ দেখে
পলক পড়েনাতো।
সেঝেছে আজ রং ধনু সাজে
নীলামার ঐ বুক,
এক চিলতে নেয মেঘ
কি যে লাগিছে সুখ।
মধ্য দুপুরে চৈত্র তাপে
দীঘির সলিলে,
কাটিছে সাতার ছোট ছেলে দল
লাফের তালে তালে।
রাখাল ছেলে আপন মনে
গান গেয়ে যায় মাঠে,
নব বধু তার চরণ লাগায়
সোনালী ধানের বুকে।
আজি কেন এত লাগিছে সুখ
হৃদয় বুঝেনা তো,
দুখের দিন শেষ হয় বুঝি
জীবন নিয়ম মত।
ঋতুর নিয়মে গ্রীষ্ম শেষে
আসিল শরৎ ঋতু,
আমায় থেকে হারিয়ে গেল
নীলার ভালবাসা টুকু।
দুখের দিন হয়না শেষ
জ্বলে তুষ অনল রূপে,
ভালোলাগাতে সুখ ভেবেছি
বুঝিনী এতে সুখ লোকিয়ে।
৩০/০১/১৯৯৯

0 Comments:

Post a Comment

<< Home