নারী
হে নারী
তোমাকে খুজি আমি,
পূর্ণিমার রাত্রিতে
মিলনের আনন্দে।
জোৎসনা রাতের
ফুট ফোটে আলোতে,
বেদনাময় তিথীতে
অশ্রুভেজা নয়নে।
না বলা রহ্যসে
সংগ্রামী আনন্দে,
অতীতের স্মৃতীতে
ভালোবাসার মায়াতে।
গোলাপের পাপড়িতে
কলেজের ক্যাম্পাসে,
গোলাপী ঠোটের হাঁসিতে
না বলা ভাষাতে।
নবান্নের উৎসবে
ধান ছড়ানো উঠোনে,
হেমন্তের কনকনে শীতে
চাদর জড়ানো গাঁয়ে।
শিশির ভেজা মাঠে
সিনিগ্ধ কোমলের মাঝে
আর
বিধাতার অপরুপ সৃষ্টির
রহ্যসের মাঝে।
৪-০৫-১৯৯৭
0 Comments:
Post a Comment
<< Home