ত্রকখন্ড মেঘ
ত্রকখন্ড মেঘ চেয়েছিলাম-তোমার কাছে,
মেলেনি;
লান্চনায়,গন্জনায় মুড়িয়ে-উপহাস করে,
ফিরিয়ে দিয়েছ আমাকে।
অবশেষে-ত্রকখন্ড মেঘে চেয়ও
মেলেনি তোমার কাছ থেকে,
ভেবেছিলাম কষ্ট গুলো
বৃষ্টির মত জড়িয়ে-শূন্য হয়ে যাব ;
কিন্তু তাও দিলেনা।
ধুলোর মত উড়িয়ে দিলে-সে চাওয়া
বিশ্বের পবনে,
আজ আমি উড়ে চলি-ঠিকানা বিহীণ
গ্রীষ্মের পবণ থেকে-বর্ষার পবণে,
বলতে পারো-এভাবে ছয় ঋতুর স্পর্শ নিয়ে
আর কত কাল-আর কত কাল চলতে হবে;
আমি আর উড়তে চায়না-উড়তে,
আমাকে গ্রাস কর হেমৃত্যু;
এনে দাও স্থবিরতা-
করে তোল নীল তোমার পরশে
রেখে আসো অন্ধ কুটিরে;
আর যেন উড়তে না হয়-
আমাকে,
আমার মত অন্য আর -
কাউকে ।
0 Comments:
Post a Comment
<< Home