হৃদয়ের ঘরে
হৃদয়ের ঘরে।
মোঃ জাহাঙ্গীর আলম।
খুলিয়াছি আজ
হৃদয়ের দার,
আসিবে কে ? আসো আজ
হৃদয়ের ঘরে।
বসন্তের কুলে, সবুজ ছায়াতলে
মোর হৃদয়ে রাখিতে চাই-
উদার ভালোবাসা দিয়ে,
কে আসিবে আসো আজ ?
মোর হৃদয়ের ঘরে।
মোর হৃদয় নদীতে
কে ভাসিতে চাও ?
অঙ্গ ভেজাতে-হৃদয়ের জলে;
আজ এ বসন্তে তবে
করো না দেরি,
কৃন্ঞচুড়ার রং বুকে ধরে
চলে আসো মোর হৃদয়ের ঘরে।
২৬/০৬/২০০৪
0 Comments:
Post a Comment
<< Home