সত্যি কারের হাঁসি
হাঁসি কেবল শুধুই সুখের
কান্নার কেন নয়,
কেন এদের দুইয়ের মাঝে
এত ব্যবধান রয়।
সুখ পাখিরা হাঁসবে শুধু
দুখ পাখিরা নয়;
দুখ পাখিরা কাঁদবে শুধু
তাই কি বল হয়?
এ সমাজে কজনা সুখি
কজনা পারে হাঁসতে
সত্যি কারের হাঁসি;
দুঃখ যাদের নিত্যকারের সাথী
শুধুই পারে হাঁসতে তারা
সত্যি কারের হাঁসি।
১৯-০১-২০০৪
0 Comments:
Post a Comment
<< Home