নীল কষ্ট
শূণ্যতার বুক ছুয়ে
আর কত কাল ভাবতে হবে তোমায়
কত কাল থাকতে হবে
তপ্যসার ইন্দ্রজালে বন্দী হয়ে।
এমনি আর কত কাল
নিযাতিত হতে হবে- আশ্বাষের কাচ্ছে,
ব্রীজের মত দাড়িয়ে থেকে
আর কত কাল পাড়ীদিতে হবে
মাল বোঝাই করা গাড়ির মত
ভালোবাসার নীল কষ্ট।
- Poetry by Jahangair Alam/Machizo
0 Comments:
Post a Comment
<< Home