পতাকায়
এসেছ তুমি স্বাধীনতা
শোষনের বসন ছিড়ে,
করেছ দান পরাধীন জাতিকে
সম্মানের সাথে বাচতে।
উঠেছে আজ চারদিকে শোন
হে স্বাধীসতা, তোমারী জয়গান,
উল্লাসে তাই কাপিছে গগণ
নেই কোন পিছুটান।
এসেছ তুমি কত না রুপে
এই বাংলার মাটিতে,
নববধু তার ভেংগেছে কপাল
তোমার,আগমনের মূল্য দিতে গিয়ে।
কত মাতা তার হারিয়েছে সন্তান
বুকের পাজর থেকে,
ওপারে গিয়ে কূলে উঠে দেখে
বুকে নেই ধন - নিয়েছেস স্রোতে কেড়ে।
সন্তান হারা মায়ের কান্নায়
ধরনী কেপে ওঠে,
নারী ছেড়া ধন করিল উতর্সগ
তোমার আগমনে।
জ্বালিয়েছ তুমি কত বাড়ি ঘর
পুড়িয়ে করেছ ছাই,
তোমার আগমন এত নিষ্টুর কেন
চোখে জল ঝড়াই।
যাদের ত্যাগে এসেছ তুমি
হে স্বাধীনতা ,
তাদের আমরা করিব সরর্ণ
তোমার পতাকায়।
13-12-1998
0 Comments:
Post a Comment
<< Home