বিশ্ব ভাষা
একুশ আমার ভালোলাগা
মাতৃভাষার প্রাণ,
একুশ আমার স্বপ্ন সুখের
আনন্দের আহবান।
একুশ আমার যুদ্দে যাওয়া
দেশের টানেতে,
একুশ আমার গল্পলেখা
তাদের স্সৃতিতে।
একুশ আমার ভাই হারানো
শত্রুর আঘাতে,
একুশ আমার ত্যাগে পাওয়া
ভাষার দাবীতে,
একুশ আমার চিঠি লেখা
নিজ ভাষাতে,
একুশ আমার কবিতা লেখা
আত্য প্রকাশে।
একুশ আমার ছবি আঁকা
প্রকৃতির রংতে,
একুশ আমার কান্নপাওয়া
হারানোর শোকেতে।
একুশ আমার শ্লোগান মুখর
প্রভাত ফেরিতে,
একুশ আমার র্গবে ভরা
বিশ্ব ভাষাতে ।
তাং-২০/২১-০২-২০০১ইং
0 Comments:
Post a Comment
<< Home